জবি সাংবাদিক সমিতির ৪ সদস্যের পদ স্থগিত

Passenger Voice    |    ১২:০০ পিএম, ২০২৩-০৬-১২


জবি সাংবাদিক সমিতির ৪ সদস্যের পদ স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে সংগঠনের ৪ সদস্যের পদ সাময়িকভাবে স্থগিত করেছে সমিতির কার্যনির্বাহী পরিষদ।

রোববার (১১ জুন) এক জরুরি সভায় কার্যনির্বাহীদের বৈঠকে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয় কার্যনির্বাহী পরিষদ।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির গঠনতন্ত্রের ধারা ১৭ এর উপধারা খ (১) অনুযায়ী সংগঠন বিরোধী কার্যক্রমের দায়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তাদেরকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না এ মর্মে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

সদস্য পদ স্থগিত হওয়া চার সদস্য হলো দৈনিক যায় যায় দিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু সাইদ, আমাদের নতুন সময়ের প্রতিনিধি অপূর্ব চৌধুরী, দৈনিক শেয়ার বিজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আশিকুল ইসলাম ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মাহির আমিন মিলন।

এর আগে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে ১ বছরের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী কমিটি ২০২৩ গঠন করা হয়।


প্যা/ভ/ম